শোবিজ ডেস্ক: প্রয়াত বরেণ্য সংগীতশিল্পী বশিরউদ্দিন আহমেদ এর দুইযোগ্য উওরসূরী হোমায়রা বশির ও রাজা বশির। বাবাকে উৎসর্গ করে এবারের ভালোবাসা দিবসে তারাদুজন একই ইউটিউব চ্যানেলে দুটি গান প্রকাশ করেছেন উপমহাদেশের বরেণ্য গীতিকার; প্রযোজক; পরিচালক ; কাহিনীকার গাজী মাজহারুল আনোয়ারের সুযোগ্য কন্যা দিঠি আনোয়ার ও বশির উদ্দিন এর কন্যা হোমায়রা বশিরের দুটিগান সম্প্রতি “সারগাম সাউন্ড স্টেশন”এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। দুটি গানেরই ফিচারিং করেছেন রাজা বশির । হোমায়রা বশির গেয়েছেন গাজী মাজহারুল আনোয়ার এর “চুপ” গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার; গানটির সুর ; সংগীত ও মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাজা বশির। অন্যদিকে দিঠি আনোয়ারের গাওয়া “যাযাবর ” গানটি লিখেছেন তারই বাবা গাজী মাজহারুল আনোয়ার এবং গানটির সুর; সংগীত ও মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাজা বশির। ‘চুপ’ গানটি সম্পর্কে হোমায়রা বশির বলেন ; ” আমরা বিশ্বাস করি আমাদের বাবা-মা দুজন’রই আশীর্বাদ আমাদের সাথে আছে মূলত তাদেরকে উৎসর্গ করেই ‘চুপ’ এবং ‘যাযাবর’ গান দুটো করা। চুপ গানটি রাজা একেবারেই ভিন্নভাবে করেছেন। মূলত জাজ মিউজিকের ছোঁয়াটা ভীষণ রকমভাবে পেয়েছেন দর্শক। মূল কথা শ্রোতা দর্শক এতোদিন রাজাকে গানের সুর-সৃষ্টিকে যেভাবে পেয়েছেন;চুপ গানটিতে ভিন্ন এক রাজাকে পেয়েছেন তারা। যে কারণে আমি খুবই আশাবাদী। যে কারণে আমি ; আমরা খুবই কৃতঙ্গ শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার আঙ্কেলের কাছে কারণ তিনি এর আগেও বেশযত্নসহকারে আমাদের জন্য গান লিখেছেন। এবারও যথারীতি তাই হলো। দিঠি আনোয়ার বলেন; ” আব্বুর লেখা গান এর আগেও গেয়েছি। যাযাবর গানটির কথা যেমন অসাধারণ; তেমনি গানের সুর ও সংগীত আয়োজনও অসাধারণ হয়েছে। আমি রীতিমত মুগ্ধ ‘যাযাবর ‘ গানটিতে কন্ঠ দিতে পেরে। আমি ভীষণ আশাবাদী গানটি নিয়ে। রাজা বশির বলেন; এটা সত্যিযে আমার প্রতিটা কাজে বাবা-মা কে মনে পড়ে। তারাইতো আসলে আমার গানের অনুপ্রেরণা। তাই এ দুটো গান তাদেরকে উৎসর্গ করেই গান করা। ধন্যবাদ ও কৃতঙ্গতা গাজী আঙ্কেলের প্রতি। ধন্যবাদ আমার স্ত্রী রুনা ও ভাগ্নে সারগামকে সব সময় আমার কাজে উৎসাহিত করার জন্য।উল্লেখ্য; হোমায়রা বশির আরটিভি মিউজিক ফোক স্টেশনে অংশ নিয়েছিলেন। তিনি অনুষ্ঠানে ছয়টি ফোকগান করেছেন।
ছবি: সংগৃহীত