শোবিজ ডেস্ক :প্রয়াত কন্ঠশিল্পী বারি সসিদ্দিকী আমি একটা জিন্দা লাশসহ অসংখ্য গানে তিনি কণ্ঠ দিয়েছেন। তাঁর স্মৃতিকে ধরে রাখার জন্য গঠন করা হয়েছে ‘বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ।’ সে মোতাবেক তাঁর জন্মদিন উপলক্ষে আজ ২১ নভেম্বর, শওকত ওসমান মিলানায়তন, পাবলিক লাইব্রেরি, শাহবাগে আয়োজন করা হয়েছে স্মৃতিচারণ, আলোচনা সভা ও গুণীজন সম্মাননার। ওই অনুষ্ঠানে দেশবরেণ্য কণ্ঠশিল্পী ফকির সাহাবুদ্দিন, আশরাফ উদাস, বাউল শফি মন্ডল, ডলি শায়ন্তনী, শাহানাজ বাবু,বিন্দু কনা,মুনিয়া মুন,তামান্না হক,বাউল মমিলন সরকার,মারিয়া, বন্দনা চক্রবর্তীসহ অসংখ্যা শিল্পী উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে গুণীজন সম্মাননা পর্বে উপস্থিত ছিলেন খ্যাতিমান গীতিকার হাসান মতিউর রহমান, মিল্টন খন্দকার, দেলোয়ার আরজুদা শরফ, শাহবুদ্দিন মজুমদার, আবুল হোসেন মজুমদার, আশরাফ ফারুক, রবিউল হাসান প্রমুখ। ওই অনুষ্ঠানে জনপ্রিয় চিত্রনায়ক ডিএ তায়েব,সাংবাদিক ফারুক মজুমদারসহ অনেক মিডিয়া ব্যক্তিত্ব।
“বারী সসিদ্দিকী স্মৃতি পুরস্কার পেলেন শ্রেষ্ঠ সংগঠক ও বিনোদন সাংবাদিক ফারুক মজুমদার”
শোবিজ ডেস্ক :প্রয়াত কন্ঠশিল্পী বারি সসিদ্দিকী আমি একটা জিন্দা লাশসহ অসংখ্য গানে তিনি কণ্ঠ দিয়েছেন। তাঁর স্মৃতিকে ধরে রাখার জন্য গঠন করা হয়েছে ‘বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ।’ সে মোতাবেক তাঁর জন্মদিন উপলক্ষে আজ ২১ নভেম্বর, শওকত ওসমান মিলানায়তন, পাবলিক লাইব্রেরি, শাহবাগে আয়োজন করা হয়েছে স্মৃতিচারণ, আলোচনা সভা ও গুণীজন সম্মাননার। ওই অনুষ্ঠানে দেশবরেণ্য কণ্ঠশিল্পী ফকির সাহাবুদ্দিন, আশরাফ উদাস, বাউল শফি মন্ডল, ডলি শায়ন্তনী, শাহানাজ বাবু,বিন্দু কনা,মুনিয়া মুন,তামান্না হক,বাউল মমিলন সরকার,মারিয়া, বন্দনা চক্রবর্তীসহ অসংখ্যা শিল্পী উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে গুণীজন সম্মাননা পর্বে উপস্থিত ছিলেন খ্যাতিমান গীতিকার হাসান মতিউর রহমান, মিল্টন খন্দকার, দেলোয়ার আরজুদা শরফ, শাহবুদ্দিন মজুমদার, আবুল হোসেন মজুমদার, আশরাফ ফারুক, রবিউল হাসান প্রমুখ। ওই অনুষ্ঠানে জনপ্রিয় চিত্রনায়ক ডিএ তায়েব,সাংবাদিক ফারুক মজুমদারসহ অনেক মিডিয়া ব্যক্তিত্ব।