গ্যাসের দাম বৃদ্ধির এবং গ্যাসের সব মিটার প্রিপেইড করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আজ রোববার (৯ জুন) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন।
নসরুল হামিদ বলেন, বার্ককে (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি) আমরা গ্যাসের দামের বিষয়টি সাবমিট করেছি। এখন সম্পূর্ণ বার্কের ওপর নির্ভর করছে তারা গ্যাসের দাম সমন্বয় করবে কিনা। আমরা অপেক্ষায় আছি।
আবাসিক ক্ষেত্রে গ্যাস ব্যবহার নিরুৎসাহিত করা হচ্ছে এবং পুরাতন গ্যাস লাইন উঠিয়ে নতুন লাইন বসানো হবে। এছাড়া জাইকার সহায়তায় সব বাড়িতে প্রিপেইড গ্যাস মিটার বসানোরও উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, গ্যাসের দাম আমরা সমন্বয় করতে চাচ্ছিলাম এ জন্য যে গ্যাস আমরা আমদানি করছিলাম এতদিন ধরে, এখানে গ্যাসে আমরা ১৪ হাজার কোটি টাকার মতো ব্যয় করে ফেলেছি। এখন সামনে আরও ১৪ হাজার কোটি টাকা লাগবে। এই টাকাটা আসবে কোথা থেকে? গ্রাহকের কাছ থেকে তো আগের দামে সেই টাকায় আসছে না। সুতরাং যদি সমন্বয় না করেন, সে ক্ষেত্রে সমস্যা দেখা দেবে।।