বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘বিএনপি নাকি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে চিনে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে নাকি বিএনপির কোনো সম্পর্ক নেই। কয়েকদিন পর তারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকেও চিনবে না।’
মঙ্গলবার (১ মার্চ) বিকেলে রাজধানীর শনির আখড়ায় শনি মন্দির সংলগ্ন মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দনিয়া ইউনিয়নের ৬০ নম্বর ওয়ার্ডের ইউনিটগুলোর ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সব সময় হতাশা ছড়িয়ে বেড়ান। মিথ্যা কথা বলে দেশের মানুষর মাঝে বিভ্রান্তি ছড়িয়ে বেড়ান। দেশে গণতন্ত্রের ধারাবাহিকতা থাকুক, সেটা তিনি চান না। মিথ্যা তার অভ্যাসে পরিণত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি-জামাত বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য লবিং করে দেশকে পুনরায় জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা চায়, দেশকে তালেবানি রাষ্ট্র বানাতে, দেশে আইএস সৃষ্টি করতে। তাই, তারা সব সময় মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করছে। তারা দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটাতে চায়। তাদের এ আশা কখনও পূরণ হবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনো দেশের ক্ষতি মেনে নেবে না।’
সম্মেলন উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।