প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিচারকদের সাহসিকতায় এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হয়েছে এবং দেশ বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি পেয়েছে। বাংলাদেশে ’৭৫ এর পর বার বার যে মিলিটারি ডিকটেটররা ক্ষমতায় এসেছে, অবৈধভাবে ক্ষমতা দখল করেছে; আমি কৃতজ্ঞতা জানাই আমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্টের প্রতি, উচ্চ আদালতই রায় দিয়ে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করে দিয়েছে। এভাবে সংবিধান লঙ্ঘন করে, ক্ষমতা দখল যে অবৈধ—সেই নির্দেশনা দিয়েছেন, সেই রায় তারা দিয়েছেন। সে জন্য আমি ধন্যবাদ জানাই।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের নবনির্মিত ১২ তলা ভবন ‘বিজয় ৭১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
আদালত ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করে দেশকে বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি দিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বিচারকদের সাহসী পদক্ষেপে আমরা ন্যায়বিচার পেয়েছি এবং খুনিদের বিচারের রায়ও, যারা গ্রেফতার হয়েছে আমরা কার্যকর করতে সক্ষম হয়েছি। সে জন্য সব সময় আমি আদালত, নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। অন্তত ন্যায়বিচারটা আমরা পেয়েছি।
বিচারহীনতার সংস্কৃতি থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে। ’
শেখ হাসিনা বলেন, ‘আমরা যারা ১৫ আগস্টে আপনজন হারিয়েছিলাম, আমাদের কোনো অধিকার ছিল না বিচার চাওয়ার। আমি বাংলাদেশে ফিরে এসে মামলা করার চেষ্টা করেছি, কিন্তু মামলা করতে দেওয়া হয়নি। কারণ ইনডেমনিটি দেওয়া হয়েছে।
বিচারহীনতার যে সংস্কৃতি এ দেশে চালু করা হয়েছিল, সেটা পরিবর্তন করতে পেরেছি যখন জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি সরকার গঠন করতে পেরেছি তখন। ’