বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করি না:ওবায়দুল কাদের

0 0
Read Time:2 Minute, 8 Second

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সরকারও সমর্থন করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । তিনি বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আমরা সমর্থন করি না । নয়ন বন্ডের হত্যার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার বক্তব্য দিয়েছেন। এটাকে তিনি এনকাউন্টার বলেছেন। এনকাউন্টার আর ক্রসফায়ার এক কথা নয়। সুতরাং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কোনও স্বীকৃতি নেই।

আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে হাইকোর্টের বিচারবহির্ভূত  হত্যাকাণ্ডের পর্যবেক্ষণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন   , বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে এমনটা সরকার কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেনি।  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এনকাউন্টারের কথা বলা হচ্ছে। এনকাউন্টার আর ক্রসফায়ার তো এক কথা নয়। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে হাইকোর্ট যে পর্যবেক্ষণ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে আমরা সেটা খুঁজে পাচ্ছি না।

তিনি আরো বলেন  : সেখানে যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেও সেটা কেউ খুঁজে পায়নি। হাইকোর্টের মন্তব্য হাইকোর্ট করেছে।

প্রশ্ন রেখে তিনি বলেন , স্বাভাবিকভাবেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কেউ কি সমর্থন করে?  আমরাও সমর্থন করি না।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %