বিজ্ঞাপনে এবারই প্রথম জান্নাত সিঁথি

0 0
Read Time:2 Minute, 10 Second

শোবিজ ডেস্ক:২০১৭ সাল থেকে টিভি নাটকে অভিনয় করলেও জান্নাত সিঁথি গত দুই ঈদে প্রচারিত সুপারহিট জামাই ও আক্কেল আলীর স্মার্ট বউ – এ দুটি নাটকের মাধ্যমে টিভি দশর্কদের কাছে পরিচিত হয়ে উঠেছেন প্রথমবারের মত বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি।সুপরিচিত ব্রান্ড শরীফ মেলামাইনের সহযোগী প্রতিষ্ঠান শরীফ হোম এপ্লায়েন্স এর পণ্য “শরীফ মিক্সার গ্রাইন্ডার” এর বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন তিনি। তার সহশিল্পী ছিলেন সেতু।সম্প্রতি প্রিয়াঙ্কা স্যুটিং হাউজে শেষ হলো এই বিজ্ঞাপন চিত্রের স্যুটিং। শরীফ গ্রুপের মিডিয়া ডিপার্টমেন্ট এর নিজস্ব প্রডাকশন ড্রামা বেইজড এই বিজ্ঞাপনটির সার্বিক তত্বাবধানে ছিলেন ইনামুল মজিদ জুয়েল। ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলেন সেলিম আহমেদ এবং ডিওপি ইভানুল কনক।তার প্রথম বিজ্ঞাপনে কাজ নিয়ে তিনি যথেষ্ঠ উচ্ছসিত। বিজ্ঞাপনে প্রথম কাজ বলে সত্যিই আমি একটু নার্ভাস ছিলাম। কিন্তু সবার আন্তরিকতায় সুন্দর ভাবে শ্যুটিং শেষ হয়েছ।বিশেষ করে সবাই এতোটা হেল্পফুল ছিলেন যে আমার একবারও মনে হয়নি বিজ্ঞাপনে এটা আমার প্রথম কাজ। ইউনিটের প্রতিটা মেম্বারের কাছে আমি ক্রিতজ্ঞ। কাজটা নিয়ে আমি আশাবাদী। আমি সবার দোয়া চাই। বর্তমানে বিজ্ঞাপন চিত্রটির সম্পাদনার কাজ চলছে।শিগগিরই এটি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার শুরু হওয়ার কথা রয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %