বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী উপমা

0 0
Read Time:1 Minute, 40 Second

শোবিজ ডেস্ক :বিয়ে করলেন কণ্ঠশিল্পী শারমিন সুলতানা উপমা। বরের নাম সালমান কামাল। সালমান বর্তমানে ডেনমার্কের একটি বিশ্ববিদ্যালয়ে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতোকোত্তরে পড়ছেন। তাঁর গ্রামের বাড়ি পাবনাতে।গত ২২ ডিসেম্বর রাজধানীর ক্যান্টন্মেন্ট এলাকায় কনের বাড়িতে পারিবারিকভাবে উপমা ও সালমানের আকদ সম্পন্ন হয়। এ সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।উপমা বলেন, ‘আকস্মিকভাবেই আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আমাদের দুই পরিববারের লোকজন উপস্থিত ছিলেন। সালমান এখন ডেনমার্ক চলে যাবে। বিয়ের অনুষ্ঠান করবো আগামই জুলাইয়ে। সেসময়ে কাছের মানুষ, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের নিমন্ত্রণ করবো। আমাদের জন্য সকলের কাছে দোয়া চাইছি।’কণ্ঠশিল্পী উপমা বেশকিছু গান করেছেন। প্লেব্যাকেও অভিষিক্ত হয়েছেন, শ্রোতাপ্রিয়তাও পেয়েছে বেশ ক’টি গান। এখন মঞ্চ শো আর চর্চা নিয়ে রয়েছেন তিনি। এর বাইরে উপমা নিজের পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন। পড়ছেন রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %