বিশ্বকাপে আবারও পাকিস্তানকে বড় ব্যবধানে হারালো ভারতের নারী দল

0 0
Read Time:3 Minute, 26 Second

চলতি নারী ওয়ানডে বিশ্বকাপে আবারো পাকিস্তানকে বড়ব্যবধানে হারিয়েছে ভারত। রোববার নারী বিশ্বকাপের তৃতীয় দিন চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১০৭ রানের বড় ব্যবধানে হারায় ভারতীয় নারী ক্রিকেট দল। আগে ব্যাট করে ২৪৪ রানের পুঁজি পেয়েছিল ভারত। জবাবে পাকিস্তান অলআউট হয়ে যায় মাত্র ১৩৭ রানে। ভারতের হয়ে ৪ উইকেট পেয়েছেন রাজেশ্বরী গায়কওয়াড়।

 

এ নিয়ে টানা চার বিশ্বকাপ ম্যাচের প্রতিটিতে ভারতের কাছে হারলো পাকিস্তান। পুরুষদের ওয়ানডে বিশ্বকাপেও ভারতের বিপক্ষে খেলা সব ম্যাচেই হেরেছে পাকিস্তান। ভারতের দেওয়া ২৪৫ রানের বিশাল টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতে ধীর গতিতে রান করতে শুরু করে পাকিস্তানের দুই ওপেনার জাভেরিয়া খান ও সিদরা আমীন। তবে ১১ ওভার খেলে তারা সংগ্রহ করে মাত্র ২৬ রান। তবে সেই ধৈর্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ওপেনিং উইকেট পরার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের নারীদের ইনিংস।

 

 

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন সিদরা আমীন। তাদের ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৩৭ রানেই গুঁড়িয়ে যায় পাকিস্তানের ইনিংস। ভারতের হয়ে ৪ উইকেট পেয়েছেন রাজেশ্বরী গায়কওয়াড়। এ ছাড়াও দুটি করে উইকেট পান স্নেহ রানা ও ঝুলন গোস্বামী। পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করল ভারতের মেয়েরা।এর আগে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক মিতালি রাজ।

 

তবে শুরুটা প্রত্যাশা মতো হয়নি ভারতের জন্য। দলীয় চার রানেই শফালি ভার্মাকে তুলে নেন ডায়না বেগ। তবে এরপর ক্রিজে থিতু হয়ে খেলতে থাকে স্মৃতি মান্ধানা ও দীপ্তি শর্মা। দীপ্তি শর্মা ৪০ করে প্যাভিলিয়নে ফিরলেও অর্ধশতক পূরণ করে নেন স্মৃতি। তবে এই দুই ব্যাটসম্যানকে হারানোর পর বিপাকে পড়ে ভারত।

 

নিদা দার ও নাশরা সান্ধু বোলিং তোপে মাত্র ১৮ রানে ৫ উইকেট হারিয়ে বসে ভারত। তসপ্তম উইকেট জুটিতে বিশ্ব রেকর্ড ১২২ রান যোগ করেন স্নেহ রানা ও পূজা ভাস্ত্রাকার। স্নেহ ৪৮ বলে ৫৩ এবং পূজা ৫৯ বলে খেলেন ৬৭ রানের ইনিংস। এ দুজনের ব্যাটে ভর করেই মূলত আড়াইশ ছুঁইছুঁই স্কোর পেয়েছে ভারত।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *