বিশ্বরঙ-এর কর্ণধার বিপ্লব সাহা’র করোনা সচেতনতায় ব্যতিক্রমধর্মী উদ্যোগ

0 0
Read Time:1 Minute, 43 Second

শোবিজ ডেস্ক:করোনা সংকট নিয়ে একটি গান গেয়েছেন সামিনা চৌধুরী। যার নাম ‘বন্ধু ভয় পেও না’। ফ্যাশন হাউজ বিশ্বরঙের উদ্যোগে গানটি তৈরি করা হয়েছে। এই গানেই অন্ধকার কেটে গিয়ে নতুন ভোরের আলো আসবে বলে আশার বাণী শুনিয়েছেন সামিনা।গানটির কথা ও সুর মনি জামানের।সংগীত পরিচালনার কাজটিও করেছেন তিনি।‘বন্ধু ভয় পেও না’ গানের মূল ভাবনা ও পরিকল্পনা বিশ্বরঙ-এর কর্ণধার বিপ্লব সাহার। ভিডিওটি নির্মাণে সহযোগিতা প্রদান করেছে কল্পলোক ক্রিয়েটিভ ফ্যাক্টরী ।গানের ভিডিওতে নিজ নিজ বাসায় থেকেই অংশ নিয়েছেন দেশের খ্যাতিমান ব্যক্তিরা। এর মধ্যে আছেন- অমিতাভ রেজা চৌধুরী, ওমর সানী, মৌ, গাউসুল আলম শাওন, শিবলী মোহাম্মদ ; সালাহউদ্দিন লাভলু, মৌসুমী, আবুল হায়াত, ফেরদৌস, নিপুণসহ আরও অনেকে।গানটির পরিকল্পনাকারী বিপ্লব সাহা বলেন, এই সংকটময় সময়ে মানুষ অনেক বেশি হতাশায় আছে।কিন্তু সংকট মোকাবিলায় চাই সাহস আর বুকভরা আশা। তাই সবার মনে আশার আলো জ্বালাতেই আমাদের এই প্রয়াস।

নিম্নে গানের ভিডিও লিংক:-

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %