0
0
Read Time:1 Minute, 4 Second
শোবিজ ডেস্ক: ২৯ এপ্রিল বিশ্ব নৃত্য দিবস এই দিনকে কেন্দ্র করে নৃত্যলোক সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা নৃত্য গুরু কবিরুল ইসলাম রতনকে সম্বোধনা দিলেন বিশ্ব ব্যপি ছড়িয়ে থাকা তার ছাত্র ছাত্রীবৃন্দ । করোনার বর্তমান পরিস্থিতি জন্য নৃত্য শিল্পীরা যে যার বাসায় থেকে ভিডিওটি করেছেন। ভিডিওটি তে অংশগ্রহণ করেছেন তাপস( কানাডা), মন্টি, সিগমা, পুতুল ওয়াংসা,রানাবির সাহা,আসাদ খান,লাকি ,এমি,সুভ্রা(ইউএসএ), প্রিয়াঙ্কা(ইউএসএ) (),নিতু,ইভা,লিমা,দিপা,টিনা,সিদরুক(ইউএসএ),দিসি, শান্তা,কথা,উপমা,তিলকা। নৃত্য শিল্পীরা তাদের নৃত্য গুরু কবিরুল ইসলাম রতনকে উৎসর্গ করেছেন ভিডিওটি।