বিশ্ব মা দিবসে মাকে নিয়ে প্রযোজক ও অভিনেতা নজরুল রাজের অনুভূতি

0 0
Read Time:2 Minute, 45 Second

শোবিজ ডেস্ক:আজ ১০’মে বিশ্ব ‘মা’দিবস’মা’শব্দ টা মধুর শব্দ,মা’ ছোট্ট এই শব্দটার মধ্যে লুকিয়ে আছে অকৃপণ ও নিঃস্বার্থ ভালোবাসার অসীম ও আশ্চর্য রকমের এক ক্ষমতা সন্তানের জন্য মায়ের আত্মত্যাগের কথা কে না জানে? এ জগতে একমাত্র মা-ই সন্তানের জন্য নিজের জীবন বাজি রাখতে পারেন। কিন্তু বড় হতে হতে অনেক সময় আমরা ভুলে যেতে থাকি মায়ের নিঃস্বার্থ আত্মত্যাগ। মায়ের প্রতি আবেগ নিয়ে এদিন সন্তানেরা মাকে বিশেষভাবে স্মরণ করেন, ভালোবাসেন। আর সবার মতো শোবিজের তারকারাও তাদের মায়েদের নিয়ে স্মৃতিচারণ করেন।
গোপালগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক প্রযোজক ও অভিনেতা,জনাব নজরুল রাজ ও এই বিশেষ দিনে,জানান,আমার মা,মিসেস,সাহেরা বেগম,বয়স সত্তর বছরের কাছাকাছি,কিছুদিন আগে আমার মা চেয়ার থেকে পড়ে খুব অসুস্থ হয়ে পড়েছেন,আপনারা আমার অসুস্থ রত্নগর্ভা মায়ের জন্য দোয়া করবেন আমি দেশ বাসীর কাছে আমার অসুস্থ মায়ের জন্য আকুল আবেদন জানাচ্ছি যে আপনাদের সকলের দোয়ায় আমার মা যেনো তাড়াতাড়ি সুষ্ঠ হয়ে উঠে।মা’দিবসের এই স্পেশাল দিনে ‘নজরুল রাজ আরো বলেন দেশের চলমান এই পরিস্থিতিতে সবার প্রতি অনুরোধ জানিয়ে
অভিনেতা বলেন,কর্মহীন‘অসহায় মানুষের সহযোগিতা করার প্রচেষ্টা আমার  অব্যাহত থাকবে। সবার প্রয়োজনে আপনারা আমায়  পাশে পাবেন সবসময় কোনো ব্যক্তি যদি আর্থিক সমস্যা বা খাদ্য সংকটে থাকেন, আপনার ধর্ম বা ব্যক্তিত্ব যাই থাকুক না কেনো প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করুন।আমি চেষ্টা করবো সাহায্যর হাত বাডিয়ে দিতে আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা আমার মায়ের জন্য ও পরিবারের জন্য দোয়া করবেন যেনো আল্লাহপাক আমার মা ও পরিবার কে সুষ্ঠ রাখে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %