কাজী পাড়ায় বিশ কোটি টাকা নিয়ে লাপাত্তা গার্ডেন মাল্টিপারপাস

0 0
Read Time:3 Minute, 12 Second

মাঈন উদ্দিন খান রকি ( সিনিয়র ক্রাইম রিপোর্টার ) : নিম্নআয়ের মানুষের অন্তত ২০ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে গার্ডেন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ নামে অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সব হারিয়ে পথে নেমেছে গ্রাহকরা , যাদের কেউ ভিক্ষুক কেউ গৃহকর্মী কেউবা রিস্কা চালক। সঞ্চিত অর্থ ফিরে পাওয়ার দাবিতে গত ৩১ শে মে মঙ্গলবার সকালে কাওরান বাজার মোড় সার্ক ফোয়ারার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা ।

 

ভুক্তভোগীদের দাবি এলাকার কিছু বাড়িওয়ালা সহ ৮ জন মিলে ১৭ বছর ধরে এই গার্ডেন মাল্টিপারপাস কো-অপারেটিভ লিমিটেড চালিয়ে আসছে, এখানে কেউ ৩০ টাকা ৫০ টাকা কেউবা আবার ২০০ টাকা করে জমা রাখতেন, পাওনা টাকা চাইতে গেলে ঈদের পর দিবে এমন আশ্বাস দেন কর্তৃপক্ষ। ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন মো: শফিক, অলিউল্লাহ, রাব্বী আহমেদ, শিরিন, সুমাইয়া আক্তার সহ আরো অনেকেই।

 

সব হারিয়ে নানা জনের কাছে ধর্ণা দিয়েও কোন লাভ না পেয়ে রাস্তায় নামতে বাধ্য হয় এই নিম্নআয়ের মানুষ গুলো। প্রায় ৩০ মিনিট ধরে বন্ধ রাখে সার্ক ফোয়ারার মোড়ের গাড়ি চলাচল পরে প্রশাসনের আশ্বাসে ফিরে যায় ভুক্তভোগী লোকজন। পুলিশ পরিদর্শক আনোয়ার কবির জানান, ভুক্তভোগীদের টাকা উদ্ধার করে দেয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তিনি আশ্বস্ত করেছেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করার।

 

২০০৫ সালে যাত্রা শুরু গার্ডেন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির লিমিটেডের। ১৭/৩, গার্ডেন রোড পশ্চিম কাওরান বাজার দ্বিতীয় তলায় অফিসের কার্যক্রম পরিচালনা করত গার্ডেন মাল্টিপারপাস , ঈদের পর থেকেই অফিস গেটে তালা ঝুলছে প্রতিষ্ঠানটির।

 

সমবায় সমিতির নামে গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে গার্ডেন মাল্টিপারপাসের মত এমন হাজারো প্রতিষ্ঠান। তাদের খপ্পরে পড়ে নিঃস্ব হচ্ছেন হাজারো নিম্নআয়ের মানুষ । প্রশাসনের কঠোর নজরদারিতে নির্মূল হতে পারে এমন সকল প্রতারণাকারী প্রতিষ্ঠানগুলো।

 

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

4 thoughts on “কাজী পাড়ায় বিশ কোটি টাকা নিয়ে লাপাত্তা গার্ডেন মাল্টিপারপাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *