শোবিজ ডেস্ক:বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসে সারা বিশ্বে প্রায় ১৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন ৪ লাখ ২৩ হাজার মানুষ। আর বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেছে ৫ জনের। আক্রান্তের সংখ্যা ৩৯ জন। ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত। এমন কি বিচ্ছিন্ন করা হয়েছে যোগাযোগ ব্যবস্থাও। এছাড়াও বন্ধ করা হয়েছে সিনেমা হল, শুটিংসহ শোবিজ অঙ্গনের সব ধরনের কার্যক্রম।করোনাভাইরাস আতঙ্কে সবাই যখন ঘরে বসে আছেন, তখনো এফডিসিতে ঘুরে বেড়াচ্ছেন তারা।মরণব্যাধী এই ভাইরাসের কারণে ঘরে বসে থাকা চলচ্চিত্রের স্বল্প আয়ের শিল্পী-কলাকুশলীদের সহযোগিতাম করার ঘোষণা দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের অন্যতম চিত্রনায়িকা ও ডাক্তার মিষ্টি জান্নাত।মিষ্টি জান্নাত বলেন, ‘বর্তমানে আমাদের চলচ্চিত্রের অবস্থা খুব ভালো নয়, কমেছে সিনেমা নির্মাণ, এ কারনে বেকার হয়ে পড়েছেন অনেক শিল্পী। অনেক শিল্পী ও কলাকুশলী অসচ্ছল হয়ে পড়েছেন। যে কারণে তাদের অবস্থা খুব একটা ভালো হওয়ার সুযোগ নেই।আমার যতটা সামর্থ রয়েছে, ততটা পাশে দাঁড়াতে চাই। আমি চাল,ডাল শিল্পী সমিতিতে হস্তান্তর করেছি।আমাদের এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ও কলাকুশলীদের অন্য সংগঠন গুলোর মাধ্যমে তাদের খাবার পৌঁছে দেওয়া হবে। বিতরণের বিষয়টি নিয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান সঙ্গে কথা বলেছেন। আর চাল; ডাল হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন জায়েদ খাঁন; চিত্রনায়ক জয়চৌধুরীসহ আরও অনেকে।
বেকারশিল্পীদের জন্য শিল্পী সমিতিতে চাল,ডাল হস্তান্তর করেছেন মিষ্টি জান্নাত
Read Time:2 Minute, 35 Second