‘ বেগমজান’ তানিন সুবাহ

0 0
Read Time:1 Minute, 20 Second

শোবিজ ডেস্ক :ঢাকাই সিনেমার ‘দেমাগ ‘কন্যা চিত্রনায়িকা তানিন সুবহা।আসছে তার অভিনীত ১৭তম ছবি এবং মুক্তির পথে থাকা ছয় নম্বর ছবি ‘বেগমজান’।আগামী মাসের ৮ তারিখে ছবিটির মুক্তির কথা রয়েছে।ছবিটি নির্মাণ করেছেন আলোচিত নির্মাতা মোহাম্মদ আসলাম।ছবিটির প্রসঙ্গে তানিন সুবহা জানান ,গল্পটি একদমই ভিন্ন এবং গতানুগতিক ধারার বাহিরে বলা যায়।এবং এই ছবিতে আমার চরিত্রটি একদমই আলাদা ,যা’কিনা পর্দায় দর্শক দেখলেই বুঝতে পারবে।তানিন সুবহা আরো বলেন ,আমি ছবির সংখ্যা একটু কমিয়ে দিয়েছি এর প্রধান কারণ হচ্ছে গল্প পছন্দ হলেই কাজ করি এখন, আর আগের মতো সব ছবিতেই কাজ করবো না।ছবিতে কাজ করার পাশাপাশি মিডিয়ার অন্য সকল স্তরেও নিজেকে উপস্থিত রাখবো ভাবছি।’বেগমজান’ ছবিতে তানিন সুবহা ছাড়াও অভিনয় করেছেন অভি ,ইমন,সাইফ খান,শিরিন শিলা,অরিনসহ অনেকেই।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %