0
0
Read Time:1 Minute, 17 Second
সিলিং ফ্যান পড়ে কপাল ফেটেছে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সংসদ সদস্য ডা. মুরাদ হাসানের।
বৃহস্পতিবার (১২ মে) রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার দৌলতপুর নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
সংসদ সদস্য ডা. মুরাদ হাসান জানান, বৃহস্পতিবার রাতে নিজ বাড়ির বৈঠকখানায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে বৈঠক করছিলেন। এ সময় হঠাৎ উপর থেকে সিলিং ফ্যান খুলে তার কপালের ওপর পড়ে। এতে কপাল ফেটে তিনি গুরুতর আহত হন। পরে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল গিয়ে তার কপালে ৩টি সেলাই দেন।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার দেবাশীষ রাজবংশী সাংবাদিকদের জানান, ডা. মুরাদ হাসান নিজ বাড়িতেই পর্যবেক্ষণে রয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।