ব্যাংকে পর্যাপ্ত টাকা রয়েছে, লুটে খাওয়ার টাকা নেই: প্রধানমন্ত্রী

0 0
Read Time:2 Minute, 0 Second

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেকেই বলেন যে ব্যাংক খাতে টাকা নেই। ব্যাংকে টাকা থাকবে না কেন? অবশ্যই টাকা আছে। তবে লুটে খাওয়ার টাকা নেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যারা টাকা লুট করে নিয়ে গেছে, তাদের আমরা চিনি। সময় এলে এ বিষয়ে আরও আলোচনা করব। অনেকে দুর্নীতির দায়ে আটকা পড়েছে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ কেউ বলছেন এ বাজেট কিছুই না। আমার প্রশ্ন, বাজেট যদি সঠিক না হবে ১০ বছরে বাংলাদেশ এত উন্নতি করল কীভাবে? কেউ কেউ এও বলছেন যে এ বাজেট বাস্তবায়ন হবে না।’

জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের সম্পূরক বাজেটের উপর অর্থমন্ত্রীর পক্ষে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, এই সম্পূরক বাজেট নিয়ে ভেতরে বাইরে অনেক কথা হচ্ছে। কেউ বলছে, বাজেট কিছুই হয় না। আমরা যে বাজেট দেই, তা বাস্তবায়ন হয় না। বাজেট যদি কিছুই না, বাস্তবায়ন না হয়, তাহলে গত ১০ বছরে এত উন্নয়ন হলো কীভাবে। আমরা বাস্তবায়ন করতে পারি না, বাজেট দেই এটা ঠিক না।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালে মাত্র ৬১ হাজার কোটি টাকার বাজেট দেখেছি। সেটাকে বাড়িয়ে ৫ লক্ষাধিক কোটি টাকায় উন্নীত করেছি। বিদ্যুৎ নিয়ে সমালোচনা করা হয়েছে। বিদ্যুৎখাতে যেখানে যতটুকু চাহিদা সেই চাহিদা অনুযায়ী আমরা বরাদ্দ দিয়েছি। ৯৩ শতাংশ মানুষ এখন বিদ্যুৎ পাচ্ছে।

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %