বয়সে ছোট ছেলেকে বিয়ে করতে চান অধিকাংশ মেয়েরাই

0 0
Read Time:1 Minute, 59 Second

এক সমীক্ষা করে দেখা গেছে, নিজেদের থেকে ছোট বয়সের ছেলেদের বিয়ে করে খুশি হন বেশিরভাগ ভারতীয় মেয়ে। শুধু তাই নয় বিয়ের পর মানিয়ে চলতে স্বচ্ছন্দ বোধ করেন মেয়েরাই।

বিয়ের পাত্র-পাত্রী বিজ্ঞাপনের সোশ্যাল সাইট ভারত মেট্রিমনিতে সমীক্ষা চালিয়ে যে তথ্যগুলি জানা যায়-

১.নিজের থেকে বয়সে ছোট পাত্রের সঙ্গে বিয়ে করে খুশি হয়েছেন ৯৭ শতাংশ নারী।

২.ধৈর্যের অভাব এবং একঘেয়েমিতার জন্যই পুরুষেরা নারীদের সঙ্গে শপিং করতে যেতে পছন্দ করেন না।

৩.যৌথ পরিবারে বিয়ে করে খুশি রয়েছেন ৯৫ শতাংশ নারী। এদের মধ্যে রয়েছেন ৬০ শতাংশ মহিলা এবং ৩৫ শতাংশ পুরুষ।

৪.আবার ৮৫ শতাংশ নারী নিজের শহরের কাছে জীবনসঙ্গী বাছার চেষ্টা করেন। যাতে বিয়ের পর নিজের বাবা-মায়ের সঙ্গেও সময় কাটাতে পারেন।

৫.মায়ের আঁচলের তলায় থাকা পাত্রের সঙ্গে বিয়ে করেও কোনও সমস্যা হয়নি ৮০ শতাংশ নারীর। তার মানে এই নয় যে তাদের জীবনের স্বাধীনতা অভাব।

৬.জীবনসঙ্গী খোঁজার জন্য তাদের পরস্পরের জীবনধারন এবং বোঝাপড়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরও পড়ুনঃ পুরুষরা কেন নারীকে ছেড়ে যায়, আগ্রহ হারায়?

৭.স্বামীরা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর ঘর গুছিয়ে রাখতে ভালোবাসেন প্রায় ৯০ শতাংশ নারী।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %