ভারতীয় হাইকমিশনের ‘মালহার উৎসব’

0 0
Read Time:2 Minute, 5 Second

ভারতীয় হাইকমিশন, ঢাকার উদ্যোগে ও ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে বসে দু’দিনের এই আসর। এতে অংশ নেয় ভারত ও বাংলাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের স্বনামধন্য শিল্পীরা।উৎসবে সংগীত পরিবেশন করছেন ভারতের শায়নি সেন্ধে, পন্ডিত দেবজ্যোতি বোস, পন্ডিত শুভঙ্কর ব্যানার্জী ও পন্ডিত কুশল দাস এবং বাংলাদেশের প্রিয়াঙ্কা গোপ।শাস্ত্রীয় এই আসরের শুরুতেই বর্ষার রাগ ‘মালহার’ পরিবেশন করেন শিল্পীরা। মালহারের যত প্রকার রাগ আছে তার মধ্যে মিয়া-কি-মালহার অন্যতম, এই রাগে কণ্ঠের সুধা সমগ্র মিলনায়তনে ছড়িয়ে দেন ভারতের শিল্পী শায়নি সিন্ধে শেঠি,মনোমুগ্ধ পরিবেশনার শৈল্পিকতায় মিলনায়তন প্লাবিত হয় সুরের বন্যায়।Image may contain: 10 people, people smiling, text

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, বস্ত্র ও পাট মন্ত্রী গাজী গোলাম দস্তগীর, বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন ও জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোলজ প্রমুখ। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ সবাইকে স্বাগত জানান। Image may contain: 2 people

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %