ভারতের বিহারে তাবলিগ জামাতের বাংলাদেশি ৯ সদস্যের বিরুদ্ধে ফার্স্ট ইনরমেশন রিপোর্ট (এফআইআর) দায়ের করা হয়েছে।
আজ বুধবার (১৫ এপ্রিল) তাদের বিরুদ্ধে এফআইআর করা হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা এএনআই।
বিহারের সমস্তিপুরের উর্ধ্বতন আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (এসএইচও) সাইফুল্লাহ আনসারি এএনআইকে বলেন, সমস্তিপুর থানায় এই এফআইআর দায়ের হয়েছে।
এফআইআরে উল্লেখ করা হয়েছে, তাবলিগ জামাতের বাংলাদেশি এই ৯ সদস্য টুরিস্ট ভিসায় ভারতে আসেন। তারা একটি বাড়ি ভাড়া করে বিহারের সমস্তিপুরে বসবাস করছিলেন এবং ইসলাম ধর্ম প্রচারের কাজ করছিলেন।
ভারতে করোনাভাইরাসের কারণে লকডাউনের তোয়াক্কা না করেই তারা বাড়ি বাড়ি গিয়ে ধর্ম প্রচারের কাজ চালিয়ে যান। তাদের সাথে এফআইআরে ভাড়া বাড়ির মালিককেও অভিযুক্ত করা হয়েছে।
এর আগে, দিল্লির নিজামউদ্দিন মারকাজ থেকে দুই হাজার তাবলিগ জামাতের সদস্যকে বের করে আনে পুলিশ। তাদের মধ্যে অন্তত ৬০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন। এর মধ্যে ২৫০ জন বিদেশি নাগরিকও ছিলেন।