ভারতের সিকিমে প্রবল বন্যা

0 0
Read Time:1 Minute, 26 Second

ভারতের সিকিম রাজ্যের উত্তরাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের ফলে বন্যার সৃষ্টি হয়েছে। প্রবল বন্যায় উত্তর সিকিমের জেমুতে পানিবন্দি হয়ে পড়েছেন ৩শ পর্যটক। সেখানে যানবাহন চলাচলের উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

অনলাইন ডেস্কঃ তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাওয়ায় এই বন্যার সূত্রপাত হয়। বৃষ্টিপাতের কারণে তিস্তা ৩ নম্বর চাংথাং বাঁধ খুলে দেয়া হয়েছে। সোমবার থেকে উত্তর সিকিমে প্রবল বৃষ্টি শুরু হয়৷ ব্যাপক বৃষ্টিপাতের ফলে লাচেন আর চুংথাম রাস্তা বন্ধ হয়ে রয়েছে৷

কয়েকদিন ধরেই ওই অঞ্চলে বন্যা সতর্কতা জারি রেখেছে কর্তৃপক্ষ। নদীর তীরে না যেতে এলাবাসীদের সতর্ক করে দিয়েছে দুর্যোগ ব্যবন্থাপনা বিভাগ। দুর্গত এলাকাগুলোতে পানিবন্দিদের উদ্ধারে অভিযান চলছে। এছাড়া, সিকিমের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় বন্যার পূর্বাভাস দেয়া হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %