ভারতে করোনা নিয়ন্ত্রণে ১৪ ঘণ্টার ‘জনতা কারফিউ’

0 0
Read Time:2 Minute, 16 Second

প্রাণঘাতী কভিড-১৯ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভারতে ১৪ ঘণ্টার জন্য পালিত হয়েছে ‘জনতা কারফিউ’। স্থানীয় সময় রোববার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে এই কারফিউ।

গত সপ্তাহেই করোনার বিস্তার ঠেকাতে অতি জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ডাকে সাড়া দিয়ে এদিন এ কর্মসূচি পালন করে ভারতীয়রা।

এদিকে করোনার বিস্তার ঠেকাতে ৩১ মার্চ পর্যন্ত ভারতজুড়ে সব যাত্রিবাহী ট্রেন পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। আর সোমবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে কলকাতার মেট্রো পরিষেবাও।

পাশাপাশি গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, ওড়িশার মতো রাজ্যে লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। সংবাদসূত্র : এনডিটিভি, এবিপি নিউজ, হিন্দুস্তান টাইমস

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জনতা কারফিউয়ে মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, গুজরাট, রাজস্থানসহ সব রাজ্যেই সকাল থেকে রাস্তাঘাট ছিল একেবারে সুনসান ছিল।

অন্য দিনে যেমন মুম্বাইয়ের লোকমান্য তিলক টার্মিনাল মানুষের ভিড়ে থিক থিক করে, এদিন সকাল থেকে তা ছিল পুরোপুরি জনশূন্য। রাত ১০টা পর্যন্ত সকল আন্তঃরাজ্য ট্রেনও বাতিল ছিল।

এমনকি চেন্নাই বিমানবন্দরেও হাতেগোনা কিছু লোক দেখা গেছে। ব্যাঙ্গালুরুর ব্যস্ত ম্যাজিস্ট্রিক বাস টার্মিনালেও কোনো যাত্রী ছিল না।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %