ভালুকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত -২

0 0
Read Time:3 Minute, 2 Second

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:মোঃমোস্তফা কামাল:
সময়মনসিংহের ভালুকায় বেতন ভাতার দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে দাওয়া পাল্টা দাওয়ায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে । । সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলার হবিরবাড়ীর স্কয়ার মাস্টার বাড়ি এলাকায় ক্রাউন এ্যাপারেল গার্মেন্সে’র সামনে এ বেতন ভাতার দাবিতে বিক্ষোভ করার সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়লে শ্রমিকরা জীবন বাঁচাতে দৌড়ে ঢাকা ময়মনসিংহ মহসড়কে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে ২ জন নিহত হয় ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে বেতন ভাতার দাবি নিয়ে ক্রাউন এ্যাপারেল গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচী পালন করছিল। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিবেশ পরস্থিতি নিয়ন্ত্রন করতে আঘটনাস্থলে আসলে শ্রমিক-পুলিশ সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে ইটপাটকেল ছোড়াছুড়ি ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। এ সময় শ্রমিকরা জীবন রক্ষার্থে দৌড়া দৌড়ি শুরু করার সময় ঢাকা ময়মনসিংহ মহা সড়কে বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী একটি ট্রাক দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হারুন নামে একজন ও অজ্ঞাত আরও এক শ্রমিক নিহত হয়।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি মাঈন উদ্দিন জানান, সকাল থেকে স্কয়ার মাস্টার বাড়ি এলাকার ক্রাউন এ্যাপারেল গার্মেন্টসের শ্রমিকরা বেতন ভাতার দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন করছিল। পরে খবর পেয়ে শিল্প পুলিশের টিম ঘটনাস্থলে যাওয়ার পর এক পর্যয়ে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ বাঁধে। পরে পরিবেশ নিয়ন্ত্রনে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। তখন শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে দৌড়ে পালিয়ে যায়। ঘটনার কিছুক্ষনের মধোই ট্রাক চাপায় দুই শ্রমিক নিহত হন। দুটি ঘটনাই আলাদা । মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %