রিফাত রাহুল খাঁন:এবার ভেরিফাইড হলো নবাগত নায়িকা নিশাত নাওয়ার সালওয়ার ফেসবুক অ্যাকাউন্ট ।ফেসবুক কর্তৃপক্ষ তার পেজটি যাচাই-বাছাই করে এর যথার্থতা নিশ্চিত করেছে। ফলে এখন সালওয়ার অ্যাকাউন্ট এর নামের শেষে নীল রঙের বৃত্তের মধ্যে সাদা টিক চিহ্ন দেখা যাচ্ছে।এ প্রসঙ্গে সালওয়া বলেন, ‘সত্যি এটি আমার জন্য অনেক বড় প্রাপ্তি। ফেসবুক কর্তৃপক্ষ থেকে জানানো হয়, আমার পেজটি ভেরিফাইড করা হয়েছে। তাদের কথা শুনে আমি সঙ্গে সঙ্গেই ফেসবুকে প্রবেশ করে দেখি, সত্যি সত্যিই তা ভেরিফাইড হয়েছে। বর্তমানে ফেসবুক বেশ জনপ্রিয় একটি যোগাযোগের মাধ্যম। খুব সহজেই আমার ভক্তরা ফেসবুকের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারছেন। এটি আমার কাজ করার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলে। পেইজটি স্বীকৃতি পাওয়ায় সালওয়া দারুণ উচ্ছ্বসিত।উল্লেখিত; মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’-এ প্রথম রানারআপ হওয়ার পর মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমায় কাজ শুরু করেন সালওয়া। সিনেমার কাজ শেষ হলেও ডাবিং বাকি আছে। এ ছাড়া সম্প্রতি তিনি শেষ করেছেন সুরেশ সরিষার তেলের বিজ্ঞাপনের কাজ। এছাড়াও তিনি শুরু করেছেন দ্বিতীয় সিনেমার শুটিং। মিষ্টি মেয়ে খ্যাত সারাহ বেগম কবরীর পরিচালনায় ‘এই তুমি সেই তুমি’ সিনেমায় যুক্ত হয়েছেন তিনি।
‘ ভেরিফাইড’ সালওয়া
Read Time:2 Minute, 7 Second