‘ভোজ্যতেলের মূল্য স্বাভাবিক রাখতে তদারকি জোরদার করা হয়েছে’

0 0
Read Time:2 Minute, 40 Second

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মজুত ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোজ্যতেলের ওপর থেকে ট্যাক্স ও ভ্যাট প্রত্যাহারের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে। ভোজ্যতেলের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে তদারকি জোরদার করা হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির প্রথম সভায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, মূল্য স্বাভাবিক রাখতে পণ্যের সরবরাহ আরও বৃদ্ধির চেষ্টা চালানো হচ্ছে। দেশে পর্যাপ্ত ভোজ্যতেল মজুত রয়েছে। অন্যান্য পণ্যের পরিস্থিতিও স্থিতিশীল রয়েছে। বাজারে কোনো পণ্যের ঘাটতি নেই।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের নিম্ন আয়ের এক কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রদান করা হচ্ছে। পণ্য আমদানি ও সরবরাহে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমদানি পণ্যের দ্রুত খালাস ও শুল্কায়ন এবং দ্রুত পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। পণ্যের আমদানি ও পাইকারি বা ডিলার পর্যায়ে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) মো. আফজাল হোসেন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. মফিজুল ইসলাম, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান প্রমুখ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *