মঞ্চ মাতালেন মেহরিন,আকিব এবং ব্যাক স্টেজ

0 0
Read Time:2 Minute, 3 Second

রিফাত রাহুল খাঁন:গত শনিবার সন্ধ্যায় গুলশান ক্লাবে ছিল প্রথমবারের মতো আয়োজিত ‘বায়োজিন কসমেসিউটিক্যালস মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত অনুষ্ঠান।
‘মিসেস বাংলাদেশ’ মুনজারিন মাহবুব অবণী উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘যেহেতু দেশে প্রথমবারের মতো বিবাহিত নারীদের নিয়ে বিউটি প্যাজেন্ট অনুষ্ঠিত হলো, আর সেখানে আমি চ্যাম্পিয়ন হলাম, এটা আমার জন্য একটা বিরাট ব্যাপার। আমার পরিবারও খুব খুশি হয়েছে। বাংলাদেশের হয়ে লাস ভেগাসে যেতে পারলে সেটা হবে আমার জীবনের অন্যতম বড় একটি অর্জন।’পরে চূড়ান্ত পর্বে বিচারক শহিদুল আলম সাচ্চু, বরেণ্য আবৃত্তিকার শিমুল মুস্তফা, নারী উদ্যোক্তা সঙ্গীতা খান, বিউটি এক্সপার্ট সালেহা সরওয়ার, ডারমাটালজিস্ট ডা. তৌহিদা রহমান, ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের সভাপতি মুনা চৌধুরী, সান্দ্রা ফুডের চেয়ারম্যান সান্দ্রা ম্যাক্কারছি বেছে নেন সেরা মেধাবী।
জনপ্রিয় পপতারকা মেহরিন, আকিব ও ব্যাক স্টেজ পুরো অনুষ্ঠান জুড়ে সংগীত পরিবেশন করে মাতিয়ে রাখেন।ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের পরিবেশনায় নৃত্য পরিবেশন করেন সোহেল রহমান, সিনথিয়া, আসিফ, হক বারিশ, নামিরা প্রমুখ। এ ছাড়া সংগীত পরিবেশন করে ব্যাক স্টেজ ব্যান্ড ও আকিব।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %