0
0
Read Time:1 Minute, 27 Second
শোবিজ ডেস্ক :মডেল ও অভিনেত্রী জান্নাত।বর্তমানে শুটিং নিয়ে খুবই ব্যস্ত সময় কাটাচ্ছে জান্নাত।ছোটথেকে অভিনয় করার তীব্র ইচ্ছে থেকেই মিডিয়াতে কাজ শুরু করেন জান্নাত।অলসপুর নাটকে অভিনয়ের মধ্য দিয়ে নাট্যঙ্গনে অভিষেক ঘটে এই অভিনেত্রীর।অলসপুরে নিজের চমৎকার অভিনয় দিয়ে দর্শকস্রোতা অর্জন করার পর থেকে জান্নাতকে আর থেমে থাকতে হয় নি।এর পরই বেশ কিছু নাটক ও সিরিয়াল এর অভিনয় করেছেন তিনি। রবি চৌধুরীর কাল নাগিন গানের মডেল হিসেবে কাজ করেছেন তিনি।তার উল্লেখযোগ্য নাটক বসতবাড়ি,ভালোবাসা এমনই,আক্কেল আলীরস্মার্টবউ,ছায়াবিবী,সুপারহিট জামাই ইত্যাদি।নাটকের পাশাপাশি দীপ্ত টিভির সিরিয়াল এর শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।অভিনয়ের পাশাপাশি র্যাম্প মডেল হিসেবে করতেছেন জান্নাত।নাটকে অভিনয়ের পাশাপাশি বড় পর্দায় অভিনয় করবেন বলে জানান তিনি।