0
0
Read Time:1 Minute, 15 Second
রিফাত রাহুল খাঁন: প্রজন্মের ব্যস্ত মডেল সোনিয়া জান্নাত। নিজেকে শোবিজে বেশ ব্যস্ত রেখেছেন। আজ তার জন্মদিন।জন্মদিন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন; জন্মদিনটি বিশেষ একটি দিন। আজকে সকালে ঘুম থেকে উঠে আমি গুলশানে যাবে পার্লারে। সেখানে গিয়ে হাতে মেহেদী রাঙাবো। এরপর দুপুর এর বন্ধু বান্ধবদের নিয়ে সন্ধ্যা পর্যন্ত হোটেল সোনারগাঁও তে আড্ডাদিব। তারপরদিনও বন্ধুদের নিয়ে জমকালো আড্ডা আর পার্টির আয়োজন করেছি। জন্মদিনে সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। উল্লেখ্য; সোনিয়া জান্নাত বেশকিছু নামী-দামী ফ্যাশন হাউজের মডেল হয়েছেন। এছাড়া নাটক-টেলিফিল্ম নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
বাংলা নিউজপির পক্ষ থেকে মডেল সোনিয়া জান্নাতের জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল।