মহানবমীর ব্যতিক্রমী সাজসজ্জা

0 0
Read Time:4 Minute, 41 Second

লাইফস্টাইল ডেস্ক :সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা কড়া নাড়ছে দুয়ারে। তাই হিন্দু ধর্মাবলম্বীরা মেতে উঠেছেন উৎসবের আনন্দে।

পূজার সবচেয়ে বড় আনন্দ সকালে অঞ্জলি দেয়া আর মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ানো। তবে উৎসবের আনন্দে শুধু ঘুরে বেড়ালেই হবে না এর পাশাপাশি নজর রাখতে হবে নিজের সাজ-পোশাকের দিকেও। শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী থেকে দশমী। পাঁচটা দিন। সাজা যাবে ইচ্ছেমতো। পোশাকটি হতে পারে দেশী কিংবা পাশ্চাত্য ঢঙের। তবে এখানে একটু কথা আছে। সাজতে হবে আপনার স্বাচ্ছন্দ্যবোধ, রুচি ও ব্যক্তিত্বের সঙ্গে মিলিয়ে। একেক দিন একেকটি রং। পাঁচ দিন ভিন্ন ধরনের সাজ। এর মধ্যে আবার রাত-দিনের তফাতটাও মনে রাখতে হবে। পূজা উৎসবের আমেজ থাকে বেশ কয়েক দিন। সাজার সুযোগটা তাই বেশি আধুনিক, ঐতিহ্যবাহী, ক্লাসিক্যাল যে কোনোভাবে নিজেকে সাজিয়ে তোলা যাবে। আর সাজ-সজ্জার খুঁটিনাটি বিষয়গুলো জানিয়েছেন রূপ বিশেষজ্ঞ শিবানী দে।

 

 

নবমীর সাজ

নবমী সাজ হবে অন্য রকম। দিনের বেলার সাজে ন্যাচারাল লুকটা ধরে রাখা জরুরি। দিনে মন্দিরে যাওয়া বা পূজার অঞ্জলি দেয়ার সময় প্রকৃতির সজীব ভাবটা সাজে থাকা চাই। যে কোনো রঙের শাড়ি পরতে পারেন। দিনের উৎসবে বেইজ করার জন্য ত্বকের টোনের সঙ্গে মিলিয়ে ট্রান্সলুসেন্ট পাউডার বা খুব হালকা করে ফাউন্ডেশন লাগাতে পারেন। পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে বা কন্ট্রাস্ট করে চোখে আইশ্যাডো লাগান। পেনসিল আই লাইনার দিয়ে কিছুটা মোটা করে লাইন টেনে আইশ্যাডো ব্রাশ করে দিন। মাশকারা পরুন ঘন করে। ঠোঁটে হালকা রঙের লিপস্টিক লাগাতে পারেন। সঙ্গে হালকা ব্রাউন রঙের ব্লাশান। কপালে বড় লাল টিপ লাগিয়ে নিতে পারেন। পরিণীতা হলে সিঁথিতে দিন সিঁদুর। পায়ে আলতা পরুন মোটা করে

গয়না পরুন সিলভার/মেটাল প্লেটের। বাইরে বের হওয়ার আগে ভালো মানের পারফিউম ব্যবহার করে নিন। চুল সামনের দিকে সেট করে পিছনে খোঁপা করে রাখুন। কানের পিছনে গুঁজে দিন ফুল। নবমীতে হয় সান্ধ্য পূজা। তাই সবাই সন্ধ্যার পরই মন্দিরে যান। আর সন্ধ্যার পর বলেই এদিন অনেকটা পার্টি সাজে সাজেন সবাই। ভারি গয়না, রং-বৈচিত্র্যপূর্ণ পোশাক, ভারি মেকআপ, চুলের সাজ, তাজা ফুল এদিনের সাজের অনুষঙ্গ।

 

নবমীর রাতের সাজটা চাই জমকালো। ফাউন্ডেশন লাগিয়ে তার ওপর ফেশ পাউডার লাগিয়ে নিন। চোখের ওপর শাড়ির রঙের সঙ্গে মিল রেখে আইশ্যাডো লাগিয়ে নিন। এর ওপর হাইলাইট করুন গোল্ডেন বা সিলভার কালার দিয়ে। চোখের আউটার কোণে অ্যাশ রঙ করে নিন।

চোখে মোটা করে কাজল পরুন। মাশকারা পরুন কয়েক পরত করে। তাহলে ঘন লাগবে আইলেশ। ব্লাশন পরুন গাঢ় করে। ঠোঁটে লিপস্টিক গাঢ় রঙের পরুন। কপালে বড় লাল টিপ/ শাড়ির রঙের সঙ্গে মিল রেখে ও সিঁথিতে সিঁদুর পরুন। আঙুলে বড় পাথরের আংটি। গলায় ও কানে পাথরের গয়না। পারফিউম ব্যবহার করুন। শাড়ির সঙ্গে চুলের সাজ হতে পারে ব্লো আইরন, কারলিং, স্পাইরাল রিং, রিং বান, ফ্রেঞ্চ বেণী অথবা খোঁপা। চুলে পরুন বেলি ফুলের মালা/জারবেরা/ কাঠ গোলাপ।

মডেল:পুতু্ল

 

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %