পাট,তাঁত,বস্ত্র,এই আমার অস্ত্র, এই স্লোগান কে সামনে রেখে আজ বিকালে ঝিনাইদহের মহেশপুরে নব-গঠিত উপজেলা ও পৌর তাঁতী লীগের উদ্যোগে বিশাল একটি আনন্দ মিছিল বের করা হয়। আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় চত্তরে এসে শেষ হয়।
এতে উপজেলা তাঁতী লীগের আহবায়ক কাউন্সিলর জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব শফিকুল ইসলাম এবং মহেশপুর পৌর তাঁতী লীগের আহবায়ক মোহাঃ ফরহাদ হোসাইন জিতু ও সদস্য সচিব ইসরাফিল হাসান বাবু কে মনোনীত করায় রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এ মিছিল করা হয়। শহরের প্রধান সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা , মাননীয় এমপি শফিকুল ইসলাম খান চঞ্চল , তাঁতী লীগের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার মো. শওকত আলী-সাধারণ সম্পাদক খগেন চন্দ্র দেবনাথ ও ঝিনাইদহ জেলা তাঁতী লীগের প্রতিষ্ঠাতা আহবায়ক পাট ও বস্ত্র নেতা ইঞ্জিনিয়ার এজাজ উল হক বান্না কে অভিনন্দন জানিয়েছে নেতাকর্মীরা।
উপজেলা তাঁতী লীগের নব-গঠিত কমিটির আহবায়ক ও পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদ সদস্য প্রভাষক এম এ
আসাদ,পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক মুকুল গাজী,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান,নব-গঠিত উপজেলা তাঁতী লীগের যুগ্ন আহবায়ক আনিচুর রহমান,তরিকুল
ইসলাম,সদস্য সচিব শফিকুল ইসলাম,পৌর তাঁতী লীগের আহবায়ক ফরহাদ হোসাইন,যুগ্ন আহবায়ক আব্দুল খালেক টোটন,রাজিব হোসেন,আদিত্য আনোয়ার,তপু কুমার ।
পরে সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে নব-গঠিত উপজেলা ও পৌর তাঁতীলীগের নেতৃ বৃন্দ ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খাঁন চঞ্চলকে ফুলের শুভেচ্ছা জানান।