“মা”এমন আশীর্বাদ যা কেউ প্রতিস্থাপন করতে পারে না: মৌসুৃমী

0 0
Read Time:1 Minute, 24 Second

রিফাত রাহুল খাঁন;শোবিজ ডেস্ক:আজ ১০’মে বিশ্ব ‘মা’দিবস’মা’শব্দ টা মধুর শব্দ,মা’ ছোট্ট এই শব্দটার মধ্যে লুকিয়ে আছে অকৃপণ ও নিঃস্বার্থ ভালোবাসার অসীম ও আশ্চর্য রকমের এক ক্ষমতা সন্তানের জন্য মায়ের আত্মত্যাগের কথা কে না জানে? এ জগতে একমাত্র মা-ই সন্তানের জন্য নিজের জীবন বাজি রাখতে পারেন। কিন্তু বড় হতে হতে অনেক সময় আমরা ভুলে যেতে থাকি মায়ের নিঃস্বার্থ আত্মত্যাগ। মায়ের প্রতি আবেগ নিয়ে এদিন সন্তানেরা মাকে বিশেষভাবে স্মরণ করেন, ভালোবাসেন। আর সবার মতো শোবিজের তারকারাও তাদের মায়েদের নিয়ে স্মৃতিচারণ করেন। জনপ্রিয় বেসরকারি টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা মৌসুমী রহমানও তার মাকে নিয়ে স্মৃতিচারণ করেন। তিনি জানান; “মা”এমন আশীর্বাদ যা কেউ প্রতিস্থাপন করতে পারে না। পৃথিবীর সকল মায়েরা যেন সুস্থ ও ভালো থাকে এ কামনা করছি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %