টুপি পরার কারণে ১৬ বছরের এক মুসলিম কিশোরকে মারধর করা হয়েছে। ভারতে উত্তরপ্রদেশের কানপুর শহরে এ ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। খবর দিয়েছে আনাদোলু।
বিষয়টি নিয়ে পুলিশ জানিয়েছে, মোহাম্মদ তাজ নামের এক কিশোর শুক্রবার জুমার শেষে বাসায় ফিরছিল। এ সময় কানপুর শহরে বাইকে করে বেশ কয়েকজন যুবক এসে তাকে ঘিরে ধরে। এর পরই তাজের টুপি খুলে ফেলে দেয়া হয়।
পেটালো সঙ্গে তাকে ‘জয় শ্রী রাম’ বলতেও বাধ্য করা হয়। কিন্তু তাজ অসম্মতি জানালে ওই যুবকরা বেধড়ক মারধর করে।
তবে এ ঘটনায় মামলা করা হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বিষয়টি নিয়ে ভুক্তভোগী তাজ জানিয়েছে, টুপি পরার কারণে ওই যুবকরা তাকে বেধড়ক পিটিয়েছেন। আর যেন টুপি না পরি, সে জন্য তারা হুমকি দিয়েছেন। তারা তাকে ‘জয় শ্রী রাম’ বলতে বলেছে। কিন্তু কিছু লোক তাকে সাহায্য করতে এগিয়ে আসায় তারা পালিয়ে যায়।
এর আগেও ঝাড়খণ্ডে ‘জয় শ্রী রাম’ না বলায় তাবরিজ আনসারি নামে এক মুসলিম যুবককে ব্যাপক মারধর করা হয়। টানা ১৮ ঘণ্টা ওই যুবকের ওপর অত্যাচার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসধীন তার মৃত্যু হয়।
মুসলিম নির্যাতনের ঘটনা সম্প্রতি ভারতে অনেক বেশি বেড়েছে। চলতি সপ্তাহেই এক মাদ্রাসাশিক্ষককে ট্রেন থেকে ফেলে দেয়া হয়। গত মাসেও ভারতে গুরুগ্রামে টুপি পরায় মোহাম্মদ বরকত নামে এক যুবককে ব্যাপক মারধর করা হয়।