মাফিয়া গ্যাং’ ওয়েব ফিল্মে সোহানা নদী

0 0
Read Time:1 Minute, 17 Second

শোবিজ ডেস্ক :সম্প্রতি শুটিং সম্পন্ন হয়েছে ‘মাফিয়া গ্যাং ‘।এতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে ডন, জাহিদ ইসলাম, সাইফ চন্দনকে। এছাড়া আরো অভিনয় করেছেন এইচ.কে স্বাধীন, কণ্ঠমনি, সোহানা নদী, মৌ, জুঁইসহ অনেকে।এ প্রসঙ্গে পরিচালক হাবিব রহমান বলেন, ‘আমি প্রথমবার কোনো ওয়েব ফিল্ম পরিচালনা করছি। কাজটি খুবই ভালো হয়েছে। শিল্পীরাও ভালো কাজ করেছেন। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে। বলিউডের নামকরা নৃত্য পরিচালক প্রভুদেবা, ফারাহ খান, রেমো ডি সুজাসহ অনেকেই সিনেমা পরিচালনা করেছেন। আমি চেষ্টা করছি ভালো কিছু করার। তবে প্রফেশন বদলাচ্ছি না। আমার যেটা পেশা আমি সেটাতেই থাকছি। আমি ভালো কাজের সঙ্গে সবসময় আছি।’‘মাফিয়া গ্যাং’ ওয়েব ফিল্মটির কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এটি এখন সম্পাদনার টেবিলে। এক ঘণ্টা ব্যাপ্তির এই ওয়েব ফিল্মে দুটি গান রয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %