মার্কিন রাষ্ট্রদূতকে কী প্রশ্ন করতে হবে সে বিষয়ে সাংবাদিকদের পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বুধবার (১ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার (৩১ মে) মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশের মানবাধিকার, নির্বাচন, সংবাদমাধ্যমের স্বাধীনতাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন। এর পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের অনুরোধ করে বলেন, ‘আপনার কী দয়া করে মার্কিন রাষ্ট্রদূতকে জিজ্ঞাসা করবেন কেন তারা তাদের দেশে আইনবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে পারছে না? প্রতি বছর তাদের দেশে প্রায় এক লাখ মানুষ নিখোঁজ হয়। এমনকি বাচ্চাদের হিসপানিক বাবা-মায়ের সঙ্গে দেখা করতে দিচ্ছে না। এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে জিজ্ঞাসা করুন, বাংলাদেশ বিষয়ে নয়। আমাদের দেশকে শাসন বা উন্নত করার দায়িত্ব যুক্তরাষ্ট্রকে দেওয়া হয়নি।’
তিনি আরও বলেন, ‘যদি তারা সংবাদপত্রের স্বাধীনতা চেয়ে থাকে, তবে তারা আরটি টিভি সম্প্রচার কেন বন্ধ করেছে? যদি তারা দায়বদ্ধতা চায়, তবে তাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনী কৃষ্ণাঙ্গ ও হিসপানিকসহ প্রায় এক হাজার ব্যক্তিকে হত্যা করে, তাদের বিচার কেন করে না? এ বিষয়ে কেন আপনার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে প্রশ্ন করেন না?’
মন্ত্রী আরও বলেন, যদি তাদের নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুই হয়, তাহলে তরুণ মার্কিন নাগরিকরা কেন নির্বাচনি প্রক্রিয়ায় বিশ্বাস রাখতে পারে না? কেন তাদের ২৫ শতাংশ ভোটার ভোট দেয়? এটি কি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রক্রিয়া?’