মাহিন আওলাদের পরিচালনায় নাইরুজ সিফাতের ‘তুই বিহনে’

0 0
Read Time:3 Minute, 3 Second

শোবিজ ডেস্ক:বিশ্ব ভালোবাসা দিবসে রঙ্গন মিউজিক নিয়ে আসছে তাদের ভ্যালেন্টাইন ধামাকা। ‘মায়া বাড়াইছে’ শিরোনামের এক গান করেই যেই শিল্পী ভক্ত- শ্রোতাদের মনে মায়া বাড়িয়েছেন, নিজের গায়কীর যাদুতে শ্রোতাদের বেঁধেছেন ভালোবাসার বাধনে। সেই দরদী কন্ঠের অধিকারী রুখসানা রূপসা এবার নিয়ে আসছেন তার নতুন গান ‌‌’তুই বিহনে’।গীতিকবি জামাল হোসেনের কথায় গানটির সুর করেছেন প্রিন্স রুবেল আর সঙ্গীতায়োজনে ছিলেন ইবনে রাজন। বিশ্ব ভালোবাসা দিবসে গানটি প্রকাশ করবে রঙ্গন মিউজিক।প্রিয় মানুষকে কাছে পাওয়ার আকুতি নিয়ে নির্মিত হয়েছে গানটির ভিডিও। এই ভিডিওতে অভিনয় করেছেন টিভি মিডিয়ার পরিচিত দুই মুখ শপথ ও নাইরুজ সিফাত। শপথ অসংখ্য বিজ্ঞাপণে কাজ করেছেন।ইতিমধ্যেই বিকাশের বিজ্ঞাপন দিয়ে সবার নজর কেড়েছেন। আর নাইরুজ সিফাত অপরাজিতা নাটকে অভিনয় করে আসেন আলোচনায়। তার ‌’ ঢাকা ড্রিম’ একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে এবং “গিরগিটি” নামের তাসকিনের বিপরীতে আরেক টি সিনেমার শুটিং চলছে। আর এই ব্যাস্ত দুই তারকাকে এক ফ্রেমে এনেছেন এই সময়ের আলোচিত মিউজিক ভিডিও নির্মাতা মাহিন আওলাদ। মিউজিক ভিডিও নির্মাণে ভিন্ন ধারার নির্দেশনা, মৌলিক গল্প সহ নানাবিধ কারণে মাহিন আওলাদ বেশ সুনাম কুড়িয়েছেন।গল্প লিখেছেন সেলিম আহমেদ।নিজের নতুন গান নিয়ে রূপসা জানালেন, অসাধারণ একটি গান। জামাল ভাইয়ের কথায় অন্য করম একটা আবেগ থাকে। সেটা এই গানে পেয়েছি। সুর-সঙ্গীতও দারুন হয়েছে। আমি আমার গায়কীর সর্বোচ্চটা দিয়েছি। আর মাহিন আওলাদ এর মিউজিক ভিডিও মানেই ভিন্ন কিছু। যা ইতিমধ্যে দর্শক প্রমাণ পেয়েছেন। এই ভিডিওটিও তার ব্যাতিক্রম নয়। আশা করছি গান-ভিডিওতে দর্শক নতুন কিছু পাবে।আগামী ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘তুই বিহনে’ গানটির অডিও-ভিডিও।

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %