0
0
Read Time:1 Minute, 17 Second
বরগুনার আমতলী উপজেলায় কিশোরীকে ধর্ষণ চেষ্টার সময় বাধা দেওয়ায় মা-মেয়ে দুজনকেই মারধর করার অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে। আহত কিশোরী ও তার মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কিশোরী ও তার মায়ের সঙ্গে কথা বলে জানা যায়, বখাটে রুহুল আমিন দীর্ঘদিন ধরে মেয়েটিকে উত্যক্ত করে আসছিল। গতকাল বৃহস্পতিবার সকালে মেয়েটি তার মায়ের সঙ্গে আমতলীতে নানাবাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে রাত ৮টার দিকে বাড়ি ফেরার পথে পৌর শহরের সবুজবাগ এলাকায় তাদের পথ আটকে কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে রুহুল আমিন। এ সময় মেয়েটির মা বাধা দিলে তাদের দুজনকেই বেধড়ক মারধর করে আহত করে রুহুল আমিন ও তার সহযোগীরা।
এ বিষয়ে আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান জানিয়েছেন তারা অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।