‘মা’ আমার জীবনের প্রথম বন্ধু: জাফিয়া

0 0
Read Time:2 Minute, 52 Second

শোবিজ ডেস্ক:আজ ১০’মে ‘মা’দিবস মা’শব্দ টা মধুর শব্দ,মা’ ছোট্ট এই শব্দটার মধ্যে লুকিয়ে আছে অকৃপণ ও নিঃস্বার্থ ভালোবাসার অসীম ও আশ্চর্য রকমের এক ক্ষমতা। সন্তানের জন্য মায়ের আত্মত্যাগের কথা কে না জানে? এ জগতে একমাত্র মা-ই সন্তানের জন্য নিজের জীবন বাজি রাখতে পারেন। কিন্তু বড় হতে হতে অনেক সময় আমরা ভুলে যেতে থাকি মায়ের নিঃস্বার্থ আত্মত্যাগ। মায়ের প্রতি আবেগ নিয়ে এদিন সন্তানেরা মাকে বিশেষভাবে স্মরণ করেন, ভালোবাসেন। আর মাকে স্মৃতিচারণ করেছেন মডেল ও উপস্থাপিকা জাফিয়া হক।মাকে নিয়া ফেসবুকে একটি স্টেট্যাস হুবহু তুলে ধরা হলো-
আসসালামু আলাইকুম 💞
আজ আমি ছবি র নারী কে নিয়ে লিখবো
আমার জীবনের প্রথম বন্ধু আমার মা কে নিয়ে..
প্রচন্ড সাহসী নারী 💝💝💝💝💝💝
বাবার খুব আদরের কন্যা
খুব অল্প বয়সে বিয়ে, এসে পড়ে যৌথ পরিবারে!!!!
সবাই ছিল শুধু ছিল না মনের শান্তি!!! অনেক কিছু পারে খুব ইচ্ছে ছিলো তার কিছু একটা করার কিন্তু দায়িত্ব দেয় নি ছুটি!!!!!তারপর ও থেমে যাই নাই আমাদের ৩বোনের জন্য….অনেক অনেক কঠিন পরিস্থিতি হাসি মুখে পার করেছে……
সব সামলে যখন সুখ কেবলই উকি দিচ্ছিলো ঠিক তখন ধরা পরলো ইউটেরাস এ ক্যান্সার ও গলব্যালাডারে পাথর……
আলহামদুলিল্লাহ দীর্ঘ ৩বছরের চিকিৎসায় ও অনেক কষ্ট সহ্য করে সুস্থ হয়…
কিন্তু ওই যে কপালের লিখন না যায় খন্ডন!!!!
২বছর সুস্থ থাকার পর ২০১৯ শের আগষ্ট এ আবার ক্যান্সার এ আক্রান্ত হয়!!!!!!তবে এবার হয় ঘাড়ের টিউমার থেকে!! ডাক্তার তাকে নাম দিয়েছে সাহসী নারী 💞 বর্তমানে করোনার জন্য চিকিৎসা বন্ধ!!!!
রোজা রাখছে,,, একা হাতে পুরো সংসার দেখছে!!!!!বলবে ভাল আছি আমাকে নিয়ে চিন্তা করিস না!!!!
আর লিখতে পারছি নাহ 😭😭😓
ভালবাসি আম্মু ❤❤❤❤❤❤
মা দিবস এর অনেক শুভেচ্ছা ……….আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুন….আমিন 💞💞💞💞

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %