মা দিবসে পৃথিবীর সকল মায়ের দীর্ঘায়ু কামনা করছি: শান্তা জাহান

0 0
Read Time:1 Minute, 23 Second

রিফাত রাহুল খাঁন: আজ ১০ই মে বিশ্ব মা দিবস। মা কথাটি অতি ছোট্র কিন্ত তাহার চেয়ে নাম যে মধুর এিভুবনে নেই। মা পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ। ভালোবাসা আর নিরাপদ আশ্রয়ের শ্রেষ্ঠ জায়গা। মা শাশ্বত ; চিরন্তন। পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ এটি। অর্থে অনবদ্য। মা ডাক শুনলে চোখের সামনে ভেসে ওঠে মায়াবী সুন্দর একমুখ। যে মুখে লেগে থাকে স্নেহ ভালবাসার এক নাম “মা। মা দিবসে মাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন প্রজন্মের অন্যতম জনপ্রিয় উপস্থাপক শাম্তা জাহান। তিনি তার মাকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে বলেন;”মা হলো এমন একজন যার সাথে পৃথিবীর কোন কিছুর তুলনা চলে না। সবচাইতে আপন। যার সাথে সকল রাগ-মান -অভিমান ও খুঁনসু্ঁটি চলে। সকল আবদার মায়ের কাছে করা যায়। সকল অনুপ্রেরণার উৎস মা। মা সবকিছু বিসর্জন দিয়ে সন্তানের মঙ্গল কামনা করে । মা দিবসে পৃথিবীর সকল মায়ের দীর্ঘায়ু কামনা করছি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %