0
0
Read Time:1 Minute, 9 Second
শোবিজ ডেস্ক:গ্রাম বাংলার জনপ্রিয় কন্ঠ শিল্পী ইমন খান। তাকে শ্রোতারা সব সময় নতুন নতুন মিউজিক ভিডিওতে দেখে আসছে। এবার ইমন খান কে শ্রোতারা দেখতে পাবেন ভিন্ন রুপে। পাঁচ মিনিটের একটি সিনেমায় তাকে নায়ক হিসাবে দেখতে পাবে। সিনেমার নাম হলো “ধ্বংস”। তবে সিনেমাটি হলে মুক্তি পাচ্ছে না। খুব শীঘ্রই অর্ক মিউজিক ষ্টেশনের ইউটিউব চ্যানেলে চলচ্চিত্রটি মুক্তি পাবে । ‘ধ্বংস’ শিরোনামে গানটি লিখেছেন গীতিকবি নীহার আহমেদ। সুর ও কন্ঠ দিয়েছেন শিল্পী ইমন খান। মিউজিক করেছেন গুনি মিউজিক কম্পোজার সুমন কল্যাণ। ধ্বংস মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেছেন ইমন খান,অধরা রহমান প্রমুখ। পরিচালনায় ওয়াহিদ বীন চৌধুরী।