রিফাত রাহুল খাঁন:বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গত ২৭/০৯/২০১৯ বিকাল ৩ ঘটিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা অনুষদ কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. আখতারুজ্জামান মাননীয় উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়া আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপস্থাপিকা শান্তা রহমান উপস্থিত ছিলেন। সেমিনারে অংশগ্রহণ প্রসঙ্গে এ প্রতিবেদককে শান্তা বলেন, আমার এমবিএর বিষয়ই ইন্টারন্যাশনাল বিজনেস। ট্যুরিজমের সাথে এ বিষয়ের নিবিড় সম্পর্ক। আমাদের দেশে ট্যুরিজমের ভালো একটি প্রভাব রয়েছে। একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং বিজনেস স্টুডেন্ট হিসেবে আমার মনে হয় এ বিষয়টি তুলে ধরা প্রয়োজন। এ সেক্টরে কাজ করতে পারলে কর্মসংস্থান অনেকগুণ বাড়ানো সম্ভব। তাই আমি এ সেমিনারে অংশগ্রহণ করেছি। এছাড়াও তিনি জানান আমি যেহেতু ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি নিয়ে মিডিয়াতে বিভিন্ন অনুষ্ঠান করে থাকি; সেখানে পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মিডিয়ার শিল্পীদের দায়িত্ব হলো বাংলাদেশের পর্যটনকে আন্তর্জাতিকভাবে উপস্থাপন এবং প্রচার ও প্রসারে এগিয়ে আসা; যাতে করে বিশ্ব দরবারে বাংলাদেশের পর্যটন আরও প্রগতিশীল হয়। উল্লেখ্য শান্তা রহমান বর্তমানে চ্যানেল আইতে চারটি অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। এগুলো হলো, ‘তারকা কথন’, ‘খোলা আকাশ’, ‘টু দ্য পয়েন্ট’ ও ‘শিল্পলোক’।তিনি ‘অন্তহীন পথ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে ক্যারিয়ার শুরু করেন। তারপর তিনি ‘নীলঘুড়ি’ নামের একটি নাটকে অভিনয় করেন। এটিই ছিল তার জীবনের প্রথম অভিনীত নাটক।তবে দর্শকদের নজর কাড়েন ‘লেডিস ফার্স্ট’ নাটকে অভিনয় করে। এরপর অনেক দর্শকপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন। এছাড়াও অভিনয় করেছেন বেশ কিছু ধারাবাহিক নাটকে।বাফা থেকে রবীন্দ্র সংগীতের ওপর বিশেষ কোর্স সম্পন্ন করেছেন; কাজ করেছেন লোকনাট্য দলেও। ডিবিসি নিউজ বেসরকারি চ্যানেলে স্পোর্টস নিয়ে ও সম-সাময়িক বিষয়বস্ত নিয়ে একটি অনুষ্ঠানেও তিনি উপস্থাপনা করছেন।
মিডিয়ার দায়িত্ব হলো বাংলাদেশের পর্যটনকে আন্তর্জাতিকভাবে উপস্থাপন এবং প্রচার ও প্রসারে এগিয়ে আসা
Read Time:3 Minute, 9 Second