ল্যাটিন আমেরিকা, এশিয়া ও আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ককে মূল্য দেয় রাশিয়া। আর মিত্রদের আধুনিক অস্ত্র সরবরাহ করতে মস্কো প্রস্তুত রয়েছে। সোমবার এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সোমবার মস্কোর কাছে ‘আর্মি ২০২২’ শীর্ষক অস্ত্র প্রদর্শনী উদ্বোধন করেন পুতিন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি বলেন, আমরা আমাদের মিত্রদের সবচেয়ে আধুনিক সমরাস্ত্র সরবরাহে প্রস্তুত। ছোট অস্ত্র থেকে শুরু করে সাঁজোয়া যান, আর্টিলারি, যুদ্ধবিমান, ড্রোন সবই এর অন্তর্ভুক্ত থাকবে।
পশ্চিমা সামরিক বিশ্লেষকরা অবশ্য বলছেন, রুশ সমরাস্ত্রের অপেক্ষাকৃত দুর্বল পারফরম্যান্সের কারণে সম্ভাব্য ক্রেতাদের কাছে হয়তো দেশটির সামরিক সরঞ্জাম আকর্ষণ হারাতে পারে। উদাহরণ হিসেবে ভারতের কথা বলা যায়। এই দেশটিও একসময় রুশ সামরিক প্রযুক্তির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল।
এদিকে উত্তর কোরিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার করে দেশটির নেতা কিং জং উনকে চিঠি পাঠিয়েছেন পুতিন।