তাদের দুইজনের মধ্যে অনেক মিল রয়েছে। দুইজনেই নায়িকা, সুন্দরী, একই ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে কাজ করছেন। আবার দুইজনের ব্যক্তিগত ইকুয়েশনও দারুণ।
‘গানের ওপারে’-তে টেলিভিশনে প্রথম মিমিকে দেখেন দর্শক। এরপর কর্মাশিয়াল হোক বা আরবান- সব ধারনের ছবিতেই সাফল্যের সঙ্গে কাজ করছেন মিমি। দর্শকরা পছন্দ করেছেন তার অভিনেত্রী সত্ত্বা। অন্যদিকে, নুসরাত একটা সময় পর্যন্ত গ্ল্যামার গার্ল হিসেবেই ইন্ডাস্ট্রিতে পরিচিত ছিলেন। এরপর একে একে সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীলের মতো পরিচালকদের সঙ্গে কাজ করতে গিয়ে অভিনয়েও পারদর্শী হয়ে উঠেছেন।
এখন দুই নায়িকা রিয়েল লাইফে বেস্ট ফ্রেন্ড। যে কোনো দরকারে একে অপরের পাশে থাকেন। শোনা যায় রাজের সঙ্গে ব্রেকআপের পর মিমির পাশে বন্ধুর মতো ছিলেন নুসরাত।আসল বন্ধুর মতোই মিমিকে পাশে পেয়েছিলেন নুসরাত। তারাই এ বার সোশ্যাল মিডিয়ায় নিজেদের ‘বোন’ বলে ঘোষণা করলেন।