মিল্কভিটার পাস্তুরিত তরল দুধের উৎপাদন-বিক্রিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। মিল্কভিটার আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশটি ৮ সপ্তাহের জন্য স্থগিত করেন চেম্বার জজ বিচারপতি মো. নুরুজ্জামান। তবে, বিএসটিআইয়ের নিবন্ধিত অন্য ১৩ কোম্পানির দুধে হাইকোর্টের পাঁচ সপ্তাহের নিষেধাজ্ঞা এখনো বহাল আছে।
১৪ কোম্পানির পাস্তুরিত দুধে সিসা, অ্যান্টিবায়োটিক, ক্যাডমিয়ামসহ ক্ষতিকর বিভিন্ন পদার্থের উপস্থিত পাওয়ার প্রতিবেদন সম্প্রতি হাইকোর্টে জমা দেয় চারটি গবেষণা প্রতিষ্ঠান। এ প্রতিবেদনের উপর শুনানি শেষে রোববার হাইকোর্ট এসব কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন, বিক্রি, সরবরাহ ও খাওয়ার উপর পাঁচ সপ্তাহের নিষেধাজ্ঞা দেয়।
হাইকোর্টের আদেশের পরদিন চেম্বার জজ আদালতে যায় মিল্কভিটা। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মিল্ক ভিটার ক্ষেত্রে আদেশটি আট সপ্তাহের জন্য স্থগিত করেন চেম্বার জজ আদালত।
এদিকে, তরল দুধ ও দুগ্ধজাত খাদ্যপণ্য নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চেও আজ আলাদা শুনানি হয়েছে। পাস্তুরিত দুধ নিয়ে আদালতের নির্দেশের সুযোগে বিদেশি গুড়ো দুধ যাতে বাজার দখল করতে না পারে সেদিকে নজর রাখার তাগিদ দেয় হাইকোর্ট।
পাস্তুরিত দুধের উৎপাদক কোম্পানি এবং খামারিদের ক্ষতিগ্রস্ত করা উদ্দেশ্য নয় বলেও মন্তব্য করেছে আদালত।