রিফাত রাহুল খাঁন:নিজের পরিবার থেকে দুরে থেকে সাগরের ঝড় সামাল দিয়ে যারা দেশের সকল প্রয়োজনীয় পন্য নিয়ে আসছে তারা হলেন আমাদের দেশের নাবিক। ” সারেং বৌ’ নামে নাবিক অর্ধাঙ্গিনীদের একটি সম্মিলিত সম্প্রদায় রয়েছে।এই মহামারীতেই কিন্তু এই জাহাজীরা তুরস্ক,মিশর থেকে পেয়াজ এনে দিচ্ছে,মেডিকেল এর জিনিসপত্র আনতে চায়ানার পোর্টে জাহাজ নিয়ে ভিড়ছে।মালামাল লোড করে দেশে সাপ্লাই দিচ্ছেন।করোনা আক্রান্ত প্রতিটা দেশেই কোন না কোন কারনে জাহাজ নিয়ে তাদের যাওয়া লাগছেই।আপনি আমরা দেশে ঘরে বসেই করোনা নিয়ে কত চিন্তিত।আর তারা দেশে দেশে জাহাজ নিয়ে যাচ্ছে।জীবনের মায়া ত্যাগ করে,সর্বোচ্চ ঝুকি নিয়ে তারা আমদানী রপ্তানী চালু রেখেছে।
তারা না থাকলে এই যুদ্ধে দুর্ভিক্ষ লেগে যেত।
পন্যের দাম কেউ আটকিয়ে রাখতে পারত না।এক হযবরল অবস্থা শুরু হয়ে যেত।করোনা ভাইরাসের মহামারীর জনসচেতনতায় তাদের অর্ধাঙ্গীনি ১০জন সচেতন নারী মিলে তৈরি করলেন ভিডিও তারা হলেন;
সায়মা সাইকা আলম
আনিকা ইসলাম দিশা
ফারিয়া ইসলাম সানিয়া
তাসনিয়া শিফা
রোকসানা পারভীন পিয়া
সিনথিয়া জেরিন হোসাইন
ডা. সুবর্ণা আফরোজ জেমী
শারমিন আক্তার
নিশু ফারিটা
জান্নাতুল ফেরদৌস কনক
এ ভিডিওবার্তা প্রসঙ্গে; সায়মা সাইকা আলম-মিসেস ইউনিভার্স প্রতিযোগীয় অংশগ্রহণকারী সেরা তৃতীয় স্থান অধিকারী জানান;আমাদের পরিবার আপনাদের জন্য বাহিরে আছে। আমাদের জন্য আপনারা ঘরে থাকুন। অনুগ্রহ করে ঘরে থাকুন। ভিড় এড়িয়ে চলুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। অন্তত তিন ফুট বা এক মিটার দূরত্ব বজায় রাখুন। আপনারা ঘরে অবস্থান করুন। করোনা মোকাবিলায় আমাদের সহায়তা করুন। নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন। আপনারা সকলে ঘরে থাকুন।’আমাদের সবার সচেতন হওয়ার এখন-ই সময়। ঘরে বন্দী থাকা আমাদের সবার জন্য কঠিন হলেও নিজের পরিবার, সমাজ ও দেশের স্বার্থে আমাদের কে এখন কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। দেশ কে এই বিপদ থেকে উদ্ধার করতে আমাদের সচেতনতাই মূল কাজ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সবাই শীঘ্রই মহামারী কাটিতে উঠতে পারবো।