মিসেস ট্যুরিজম গ্লোব” জয় করলেন “ফারহানা আফরিন ঐশী”

0 0
Read Time:1 Minute, 35 Second

ফিলিপাইনে “মিসেস ট্যুরিজম গ্লোব” জয় করলেন “ফারহানা আফরিন ঐশী”

২৮ অক্টোবর ফিলিপাইনের মেনিলাতে হয়ে গেল “মিসেস ট্যুরিজ্ম” এর ওয়ার্ল্ড ফাইনাল। ২৬টি দেশের সাথে লাল সবুজ পতাকা হাতে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন “ফারহানা আফরিন ঐশী”। গ্র্যান্ড করনেশন নাইটে “মিসেস ট্যুরিজম গ্লোব” সহ মোট ৬টি টাইটেল জিতে নেন ২২ বছরের সপ্নবাজ ঐশী। অন্যান্য টাইটেল গুলো হলো “মিসেস বেরি গ্লুটা” (Mrs Berry GLUTA) “মিসেস নিক্স ইন্সস্টিটিউট (Mrs Nix Institute of Beauty)”, “বেস্ট ইন ফোরাম (Best In Forum)”, “ডার্লিং অফ দি প্রেস (Darling of the Press)”, “মিসেস ফেয়ারী হোয়াইট (Mrs Fairy White)”
অপূর্ব ডট কম এর আয়জনে এবার প্রথমবারের মতো বাংলাদেশ থেকে “মিসেস টুরিজম বাংলাদেশ-২০১৯” নির্বাচিত হয়ে, “ফারহানা আফরিন ঐশী”, অংশ নিয়েছেন “মিসেস টুরিজম” এর আন্তরজাতিক আসরে। এই আয়জনে বাংলাদেশ এর সাথে আর অংশ নিয়েছেন, অস্ট্রেলিয়া, চীন, কানাডা, ভারত, জাপান, কোরিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, তাইওয়ান, ফিলিপাইন, শ্রীলঙ্কা সহ ২৬ টি দেশ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %