বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া লঞ্চঘাট–সংলগ্ন মেঘনা নদীতে ৩২০ টন পাথরবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে। বাল্কহেডটিতে চার মাঝিমাল্লা ছিলেন। খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা এসে তাঁদের জীবিত উদ্ধার করেন। কোস্টগার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করেন।
কোস্টগার্ড সূত্র জানায়, ডুবে যাওয়া বাল্কহেডটি সুনামগঞ্জ থেকে ৩২০ টন পাথর নিয়ে ভোলার উদ্দেশে যাচ্ছিল। এমভি রায়হান-১১ নামের বাল্কহেডটি আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মেঘনা নদীর উলানিয়া লঞ্চঘাট–সংলগ্ন এলাকায় পৌঁছালে তীব্র ঢেউয়ের তোড়ে ডুবে যায়। খবর পেয়ে কোস্টগার্ডের দক্ষিণ জোনের একটি বিশেষ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থল গিয়ে চার মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করে।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে শনিবার রাত থেকেই বরিশালসহ দক্ষিণাঞ্চলে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছিল। এর প্রভাবে দক্ষিণের সব নদ-নদী উত্তাল আছে। একই সঙ্গে নদ-নদীগুলোয় জোয়ারের কারণে উঁচু ঢেউ প্রবাহিত হচ্ছে।
মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুননবী বলেন, বাল্কহেডটি উত্তাল মেঘনায় ঢেউয়ের তোড়ে কাত হয়ে ডুবে যায়। তবে বাল্কহেডটির নিচের অংশ পানির ওপর থেকে দেখা যাচ্ছে। বাল্কহেডটির মাঝিমাল্লাকে কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার করেছেন। এ ঘটনায় কেউ নিখোঁজ নেই।