মেয়রকে ডেঙ্গুতে সন্তানহারা মায়ের খোলাচিঠি

0 0
Read Time:2 Minute, 9 Second

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ৫ জুলাই রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যায় সাত বছর বয়সী ইরতিজা শাহাদ প্রত্যয়। ছেলে হারানোর শোক কাটতে না কাটতেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মা চাঁদ সুলতানা চৌধুরানী। জাতীয় রাজস্ব বোর্ডের উপ-করকমিশনার পদে কর্মরত এই মা সন্তানের এমন মৃত্যু নিয়ে প্রশ্ন তুলে ফেসবুকে একটি খোলাচিঠি লিখেছেন, যা বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘‘মাননীয় মেয়র,

আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী (উপ-করকমিশনার, জাতীয় রাজস্ব বোর্ড) যার মাধ্যমে গত অর্থবছরে রাষ্ট্র ৬৬৫ কোটি টাকা রাজস্ব আহরণ করতে পেরেছে। আমি রাষ্ট্রের দেয়া গুরু দায়িত্ব পালন করেছি অত্যন্ত নিষ্ঠার সাথে।

কিন্তু, মাননীয় মেয়র, রাষ্ট্র কি আমার বাচ্চার নিরাপত্তা দিতে পেরেছে? ডেঙ্গু জ্বরে আমি আমার প্রাণের অধিক প্রিয় একমাত্র ছেলে-কে হারালাম! এখন, আমিও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ছয় দিন ধরে হাসপাতালের বেডে কাতরাচ্ছি। আমার মেয়ের দুই বছর বয়সে একবার ডেঙ্গু হয়েছিল। আপনি কি নিশ্চয়তা দিতে পারেন আমার মেয়ের আর ডেঙ্গু হবে না? সদ্য ছোট ভাই হারানো আমার ছোট্ট মেয়ে তার মাকেও যখন হাসপাতালের বেডে দেখছে তখন তার মনের অবস্থা অনুধাবন করার অনুভূতি কি আল্লাহপাক আপনাকে দিয়েছেন? নাকি, আমার এই লেখাটিও আপনার কাছে একটি গুজব!’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %