ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই শীর্ষ কর্মকর্তাকে দুর্নীতি অনিয়মের অভিযোগে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানা গেছে ।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দুর্নীতি ও অনিয়মের কারণে তাদেরকে চাকুরীচ্যুত করেছেন বলে জানা গেছে।
রোববার ১৭ মে মেয়র ফজলে নূর তাপস এবং ডি এসিসি সচিব আখতারুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায় এই দুই কর্মকর্তার বিরুদ্ধে কমিশন বাণিজ্য দুর্নীতিসহ নানা অভিযোগ ছিল। ডিএসসিসির নতুন দায়িত্বপ্রাপ্ত সচিব আখতারুজ্জামান সংবাদমাধ্যমকে জানিয়েছেন দুর্নীতির অভিযোগে উনাদের দুজনকে চাকুরী থেকে অপসারণ করা হয়েছে। সিটি কর্পোরেশন আইন মোতাবেক কর্পোরেশন যদি মনে করে কাউকে চাকরি থেকে বাদ দিতে চায় সেক্ষেত্রে তিন মাসের অগ্রিম বেতন দিয়ে তাকে বিদায় করে দিতে পারে সেরকম ঠিক করা হয়েছে বলে জানা গেছে ।
এদিকে চাকরিচ্যুত ইউসুফ আলী সরদার সংবাদমাধ্যমে বলেন আমি এখনো বিষয়টি সম্পর্কে জানিনা তবে সিটি কর্পোরেশন যা ভালো মনে হয় করতে পারে আমরা মেনে নিতে বাধ্য