0
0
Read Time:1 Minute, 17 Second
জীবনের পাঠ সাঙ্গ করে এই মায়ার মঞ্চ ছেড়ে মাত্র ৪০ বছর বয়সেই ওপারের পথ ধরেছেন বাংলাদেশের ক্রিকেটার মোশাররফ রুবেল। তার এই পরপারে পাড়ি জমানোর গল্প সত্যিই হৃদয় খুড়ে বেদনা জাগায়। বাংলার ক্রিকেট পাড়াতেই তাই সুখের করুণ বেহালার সুর।
মোশাররফ রুবেলের এই প্রস্থান কেবল বাংলাদেশ নয়, বিশ্ব ক্রিকেটের হৃদয়কেও নাড়া দিয়েছে।
তাই তো আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স তাকে জানিয়েছে শ্রদ্ধা। অফিশিয়াল ফেসবুক পেজে নাইটরা লিখেছে, ‘সাবেক বাংলাদেশি স্পিনার মোশাররফ হোসেনের অকাল মৃত্যুতে আমাদের সমবেদনা। ওপারে শান্তিতে থাকুন।
তিন বছরের বেশি সময় ধরে ব্রেইন টিউমারের সাথে লড়েছেন বাঁহাতি স্পিনার রুবেল।
এ কয়টা বছর তার কেটেছে সুস্থ আর অসুস্থতার দোলাচলে।