মৌলিক গানে অভিষেক সঞ্চিতা; প্রকাশিত হলো তার গাওয়া প্রথম গান ‘মায়ার শরীর’

0 0
Read Time:2 Minute, 16 Second

শোবিজ ডেস্ক:সঞ্চিতা দত্তের শুরুটা সুন্দরী খোঁজার প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর মাধ্যমে। ২০১৭ সালের সে প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছিলেন এ সুন্দরী। এরপর একাধিক ওভিসি, নাটকে দেখা গেছে তাকে। সম্প্রতি কাজ শেষ করেছেন আরটিভির জন্য নির্মিত ধারাবাহিক নাটক ‘তোলপাড়’ এর। তবে এবার দর্শক শ্রোতাদের সামনে একেবারে একটি ভিন্ন পরিচয়ে হাজির হয়েছেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশ হয়েছে তার গাওয়া প্রথম গান ‘মায়ার শরীর’। ছোটবেলা থেকেই গান শিখেছেন সঞ্চিতা। কিন্তু মৌলিক গানে এবারই তার অভিষেক হলো।গান প্রসঙ্গে তিনি বলেন, সবসময়ই গুনগুন করে গাই। আর শেখাটা ছোটবেলা থেকেই। ক্যামেরার সামনে কাজ শুরু করায় গান নিয়ে সেভাবে ভাবা হয়নি। এবার একটি শর্টফিল্ম করতে গিয়ে গানটি গেয়ে ফেললাম। মিউজিক ভিডিওতেও কাজ করেছি আমি। ‘নট এ লাভ স্টোরি’ শীর্ষক শর্টফিল্মের জন্য নির্মিত এই গানটি লেখার পাশাপাশি ভিডিও পরিচালনা করেছেন স্ম্যাক আজাদ। গানের সুর করেছেন আহমেদ মুনীফ ও সংগীত পরিচালনা করেছেন দীন ইসলাম শাহরুখ। গানের ভিডিওতে সঞ্চিতার সঙ্গে অভিনয় করেছেন নাঈফ তাহসিন। মিজু ক্রিয়েশনের প্রযোজনায় ভিডিওটির সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন রনি শিকদার জিতু। শর্টফিল্মটি শিগগিরই লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে রিলিজ হবে বলে জানা গেছে।

ছবি: সংগৃহীত

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %